সিনথিয়া ‘চারিদিকে অন্ধকার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘মেয়ে সাক্ষী’। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘তুমি আমার প্রেম’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘তুই শুধু আমার’, ‘জীবনে তুমি মরণেও তুমি’, ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘অবুঝ প্রেম’।
News Category:
কবরী
বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং‘ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরবর্তীকালে তিনি শতাধিক চলচ্চিত্রে মূল নায়িকা হিসেবে অভিনয় করেছেন। ১৯৬০-এর দশকের শেষের দিক থেকে চিত্রনায়ক রাজ্জাকের সাথে তার জুটি জনপ্রিয়তা অর্জন করে। এই জুটি ‘আবির্ভাব‘, ও ‘বাঁশরী‘ (১৯৬৮); ‘ময়নামতি‘, ও ‘নীল আকাশের নীচে‘ (১৯৬৯); ‘যে আগুনে পুড়ি‘, ‘ক খ গ ঘ ঙ‘, ‘কাঁচ কাটা হীরে‘, ও ‘দীপ নেভে নাই‘ (১৯৭০); ‘স্মৃতিটুকু থাক‘ (১৯৭১); ‘রংবাজ‘ (১৯৭৩); ‘গুন্ডা‘ (১৯৭৬) সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেয়।
তিনি জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’ এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতেও অভিনয় করেন৷ অন্যান্য চিত্রনায়কদের বিপরীতে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল আজিমের সাথে লোককাহিনিধর্মী ‘সাত ভাই চম্পা‘, ‘অরুণ বরুণ কিরণমালা‘ (১৯৬৮), ও ‘পারুলের সংসার‘ (১৯৬৯); উজ্জ্বলের সাথে ‘বিনিময়‘ (১৯৭০), ও ‘বলাকা মন‘ (১৯৭৩); ফারুকের বিপরীতে ‘সুজন সখী‘ (১৯৭৫)।
১৯৭৮ সালে আব্দুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ‘ ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তার একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০১৩ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা প্রদান করা হয়।
কবরীর জন্ম ১৯৫২ সালের ১৯ জুলাই চট্রগ্রামে। তার প্রকৃত নাম মীনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতী লাবণ্যপ্রভা পাল। তিনি ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সূচনা
সূচনা ‘ভণ্ড নায়ক’, ‘গোপন শত্রু’, ‘ক্ষমতার গরম’, ও ‘রাজধানীর রাজা’ ছবিতে দ্বিতীয় ও তৃতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন।
শামসুদ্দিন হীরা
শামসুদ্দিন হীরা একজন গীতিকার। তিনি ‘মিলন হবে কত দিনে’ ও ‘রাজধানীর রাজা’ চলচ্চিত্রের গীত রচনা করেছেন।
আলী আকরাম এমদাদ
চিত্রগ্রাহক
এনায়েত হোসেন দুলাল
এনায়েত হোসেন দুলাল ‘রাজধানীর রাজা’ ছবির প্রযোজক।
বাসু চ্যাটার্জী
মধ্যবিত্ত পরিবারের প্রেম ভালোবাসা নিয়ে ছবি বানিয়ে খ্যাতি অর্জন করেন বাসু চ্যাটার্জী (Basu Chatterjee)। তার জন্ম রাজস্থানের আজমেরে হলেও তিনি কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘হঠাৎ বৃষ্টি’ ও ‘হঠাৎ সেদিন’ তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র। এছাড়া তিনি ‘এক কাপ চা’ ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন।