প্রিন্স

প্রিন্স ২০০২ সালে ‘ভয়’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। পরবর্তীকালে তিনি দ্বিতীয় ও তৃতীয় অভিনেতা হিসেবে অভিনয় করলেও কয়েকটি ছবিতে তাকে প্রধান চরিত্রেও দেখা যায়।

শায়লা

‘ওরা কারা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন শায়লা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘নষ্টা মেয়ে’। তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘সর্দার’, ‘ফুটপাতের শাহেনশাহ’, ‘জ্বলন্ত নারী’, ‘ছিন্ন ভিন্ন’, ‘তেজী মেয়ে’, ‘যৌথ হামলা’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাকে আলেকজান্ডার বো, অমিত হাসান, মেহেদী, সোহেলদের বিপরীতে অভিনয় করতে দেখা যায়।

ইসমাইল মোহাম্মদ

ইসমাইল মোহাম্মদ একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

আবুল হোসেন

আবুল হোসেন একজন সহকারী পরিচালক। তিনি ‘আগুন আমার নাম’, ‘মহিলা হোস্টেল’, ‘বাদশা ভাই এলএলবি’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

আর এ খান

আর এ খান সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পূর্ণ পরিচালক হিসেবে তার পরিচালিত ছবি ‘ব্যারিকেড’।

কামাল

কামাল একজন অঙ্গসজ্জাকার। তিনি ‘পাগলা ঘণ্টা’, ‘মেয়েরাও মাস্তান’, ‘আগুন আমার নাম’, ‘চেহারা’ প্রভৃতি ছবির অঙ্গসজ্জার দায়িত্ব পালন করেন।

রাভিনা

রাভিনা কিংবা রাভিনা বৃষ্টি বাংলা চলচ্চিত্রের একজন নায়িকা। মেশিনম্যান চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষিক্ত হন। পরবর্তীতে তিনি আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। মনের অজান্তে ছবির মাধ্যমে তিনি প্রযোজক হিসেবে আবির্ভূত হন। চলচ্চিত্র প্রযোজনা করলেও তিনি অভিনয়কেই বেশী উপভোগ করেন।