মুহাম্মদ ইকবাল

মহাকবি আল্লামা মুহাম্মদ ইকবাল একাধারে একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ ও মনীষী। আধুনিক বিশ্বে ইসলামের মর্মবাণীর সার্থক ব্যাখ্যাদাতা হিসেবে তাকে বিবেচনা করা হয়। সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান, ধর্ম, শিল্পবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তার রয়েছে অবদান। তাঁর ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ ছিলেন; তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী নামে পরিচিত।

বেগম মন্টু

বেগম মন্টু অসংখ্য বাংলাদেশী চলচ্চিত্রের অগুরুত্বপূর্ণ চরিত্রে রূপদানকারী অভিনেত্রী। তিনি প্রায় ২৫ বছর বাংলাদেশী চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন। তার তিনটি সন্তান, এক পুত্র এবং দুই কন্যা।

মৃত্যুর পর তাকে আজিমপুর কবরাস্থানে দাফন করা হয়।