সাইফুল্লাহ আকবর সাদী ‘মৃত্যুপুরী’ ছবিতে অভিনয় করেছেন।
News Category:
ফরিদ আলী
কৌতুক অভিনেতা ফরিদ আলীর (Farid Ali) চলচ্চিত্রে অভিষেক হয় সালাহ্উদ্দিন পরিচালিত ধারাপাত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। তার অভিনীত উল্লেখযোগ্য জীবন তৃষ্ণা, স্লোগান, চান্দা, দাগ, অধিকার।
ফরিদ আলী ১৯৪৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ২২ আগস্ট মৃত্যুবরণ করেন। তার স্ত্রী মনোয়োরা বেগম বিউটি। তাদের চার ছেলে, এক মেয়ে রয়েছে।
শফিকুল ইসলাম স্বপন
শফিকুল ইসলাম স্বপন একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রগ্রাহক।
সালাহউদ্দিন জাকী
‘ঘুড্ডি’খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী একজন কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর তিনি ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। জীবনের অন্তিম সময়ে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন জাকী। একটি ‘অপরাজেয়’ অন্যটি ‘ক্রান্তিকাল’। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইচ্ছেমতো ছোটাছুটি করতে পারতেন না জাকী। হুইলচেয়ারে বসেই তিনি কর্মজীবনের ৭ নম্বর চলচ্চিত্রটি বানান। ‘অপরাজেয়’ নামের ছবিটি তার মৃত্যুর পর ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পায়।
তিনি ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তিনি ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
বিজয় সেন
বিজয় সেন একজন শিল্প নির্দেশক।