আহসানুল হক মিনু একজন মুক্তিযোদ্ধা এবং দাপুটে অভিনেতা। ১৯৭১ সালে সাত নম্বর সেক্টরে মেজর কাজী নুরুজ্জামানের অধীনে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
ধারাবাহিক নাটকে মিনুকে প্রথম দেখা যায় ‘রঙ্গের মানুষ’-এ। চলচ্চিত্রে মিনুর প্রথম দেখা মিলে ‘শহর থেকে দূরে’-তে। এরপর ‘হাতকড়া’ ও ‘ফুলের মালা’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তারপর মঞ্চে কাজের প্রতিই বেশি আগ্রহ থাকায় সিনেমায় আর নিয়মিত সময় দেয়া হয়ে উঠেনি তার। তবে পরে ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে গণমা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন মিনু। এরপর তাকে দেখা যায় ‘বাঙলা’, ‘মনের মানুষ’, ‘অপেক্ষা’, ‘মনপুরা’, ‘আয়না কাহিনী’, ‘কাতুর্জ’ চলচ্চিত্রে।