বশীর হোসেন

বশীর হোসেন একজন চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক। তার চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ ঘটে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে চিত্রসম্পাদক হিসেবে। এরপর তিনি ‘রাজধানীর বুকে’, ‘হারানো দিন’, ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘মেঘ ভাঙ্গা রোদ’, ‘অনেক দিনের চেনা’, ‘দুই দিগন্ত’, ‘গোধুলীর প্রেম’, ‘রূপবান’, ‘জানাজানি’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘অপরাজেয়’, ‘সাত ভাই চম্পা’ ইত্যাদি। তার সম্পাদিত উর্দু ভাষার চলচ্চিত্রগুলো হল চান্দাতালাশইয়ে ভি এক কাহানিবন্ধনমিলনক্যায়সে কহোসাত রং, ও বেগানা, ‘উলঝন‘, ‘তুম মেরে হো‘, ও ‘সোয়ে নদীয়া জাগে পানি‘। তিনি ‘মাটির মায়া’ ও ‘সীমানা পেরিয়ে’ ছবির জন্য দুইবার শ্রেষ্ঠ সম্পাদক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বশীর হোসেনের জন্ম ১৯৩৪ সালের ২২ নভেম্বর কুমিল্লার দেবীদ্বারে। তিনি ১৯৭৮ সালের ২৩ এপ্রিল ইন্তেকাল করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম বশীর হোসেন
জন্ম তারিখ নভেম্বর ২২, ১৯৩৪
মৃত্যু তারিখ এপ্রিল ২৩, ১৯৭৮
জন্মস্থান দেবীদ্বার, কুমিল্লা।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ সম্পাদক সীমানা পেরিয়ে
জয়ী শ্রেষ্ঠ সম্পাদক মাটির মায়া
জয়ী শ্রেষ্ঠ সম্পাদক তিতাস একটি নদীর নাম