আবদুল আলীম

বাংলা লোক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আবদুল আলীম। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে তিনি গান করেছেন।

তাঁর কিছু অবিস্মরণীয় গান হল – নাইয়া রে নায়ের বাদাম তুইলা, সর্বনাশা পদ্মা নদী, হলুদিয়া পাখী, মেঘনার কূলে ঘর বাঁধিলাম, এই যে দুনিয়া, দোল দোল দুলনি, দুয়ারে আইসাছে পালকি, কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ, মনে বড় আশা ছিল যাবো মদীনায় ইত্যাদি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামআবদুল আলীম
জন্ম তারিখজুলাই ২৭, ১৯৩১
মৃত্যু তারিখসেপ্টেম্বর ৫, ১৯৭৪
জন্মস্থানমুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
জয়ীশ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী লালন ফকির