এ কে সোহেল

এ কে সোহেল একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক গাজী জাহাঙ্গীরের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। তার সহকারী হিসেবে তিনি ‘শেষ সংগ্রাম’ ছবিতে কাজ করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র খায়রুন সুন্দরী। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হল বন্ধক, জমেলা সুন্দরী, বাংলার বউ, ডাইনী বুড়ি, প্রাণের স্বামী ও পবিত্র ভালোবাসা। তার প্রযোজনা সংস্থার নাম মেঘালয় চলচ্চিত্র।

সোহেলের আসল নাম আবদুল কাদের সোহেল। তার জন্ম ১৯৬৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিং শহরে। তার শিক্ষাগত যোগ্যতা বি কম।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আবদুল কাদের সোহেল
জন্ম তারিখ ফেব্রুয়ারি ৪, ১৯৬৬
জন্মস্থান ময়মনসিংহ

কর্মপরিধি