আসিফ ইকবাল ১৯৯১-৯২ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে সম্পৃক্ত হন। ‘মহাগুরু’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন ঘটে। এরপর তিনি ‘ঘর দুয়ার’, ‘দজ্জাল শাশুড়ি’, ‘কে আপন কে পর’, ‘একজন সঙ্গে ছিল’, ‘মুখোমুখি’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ হুমকির মুখে’, ‘ রাস্তার ছেলে’, ‘ নষ্ট’, ‘ আমার স্বপ্ন আমার সংসার’, ‘ এক জবান’, ‘ নয়নের কাজল’, ‘ পিতা মাতার আমানত’সহ এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।
আসিফের জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৭০ কুষ্টিয়া জেলায়। চলচ্চিত্রে যুক্ত হওয়ার আগে তিনি কুষ্টিয়ার জেলা ক্রিকেট টিমের মিডিয়াম পেস বোলার হিসেবে খেলতেন। তার স্ত্রী মাকসুদা আক্তার ও একমাত্র ছেলে আলিফ ইকবাল।