মোহাম্মদ আলী সিদ্দিকী

‘ওই দূর দূর দূরান্তে’, ‘হেসে খেলে জীবনটা যদি চলে যায়’, ‘হৈ হৈ হৈ রঙিলা রঙিলা রে’, ‘শোনো গো রুপসী’- এমন অসংখ্য কালজয়ী গানের শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী (Mohammad Ali Siddiqui)। ১৯৬০ সাল থেকে তিনি রেডিও আর চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। ষাট, সত্তর ও আশির দশকে তিনি একাধারে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে গান গাইতেন।

তার স্ত্রী সুরাইয়া সিদ্দিকী। তাঁদের তিন কন্যা – এ্যানি সিদ্দিকী, রেনি সিদ্দিকী ও গিনি সিদ্দিকী।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মোহাম্মদ আলী সিদ্দিকী
জন্ম তারিখ ফেব্রুয়ারি ২, ১৯৪৪
মৃত্যু তারিখ নভেম্বর ৪, ২০১৪
জন্মস্থান নেত্রকোনা।