অনন্য মামুন

অনন্য মামুন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন কাহিনীকার আবদুল্লাহ জহির বাবুর সহকারী হিসেবে। পরবর্তীতে তিনি নিজেই কাহিনীকার হিসেবে পরিচিতি লাভ করেন। অনন্ত প্রযোজিত মোস্ট ওয়েলকাম ছবির মাধ্যমে অনন্য মামুন তার পরিচালনা অধ্যায় শুরু করেন।

অনন্য মামুন ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস সম্পন্ন করেছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আল মামুন
ডাকনাম অনন্য মামুন
জন্ম তারিখ মার্চ ১, ১৯৮৬
জন্মস্থান উত্তর চেলোপাড়া, বগুড়া

কর্মপরিধি