ইস্তফা রহমান

ইস্তফা রহমান একজন চলচ্চিত্র চিত্রগ্রাহক। পনিরের সাথে জুটি বেঁধে ইস্তফা-পনির নামে চিত্রগ্রহন করলেও পরবর্তীতে এককভাবে কাজ শুরু করেন।

ইস্তফা তার চলচ্চিত্রকর্ম শুরু করেন রেজা লতিফ ও আলমগীর খসরুর সহকারী হিসেবে। তিনি ‘দমকা’ ছবিতে প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। ১৯৯৯ সালে তার চিত্রগ্রহণে প্রথম চলচ্চিত্র ‘শিবা গুন্ডা’ মুক্তি পায়।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ইস্তফা রহমান
ডাকনাম ইস্তফা
জন্ম তারিখ জানুয়ারি ১, ১৯৬৯
জন্মস্থান আক্কেলপুর, জয়পুরহাট।
ভাই-বোন মনতাজুর রহমান আকবর