ইস্তফা রহমান একজন চলচ্চিত্র চিত্রগ্রাহক। পনিরের সাথে জুটি বেঁধে ইস্তফা-পনির নামে চিত্রগ্রহন করলেও পরবর্তীতে এককভাবে কাজ শুরু করেন।
ইস্তফা তার চলচ্চিত্রকর্ম শুরু করেন রেজা লতিফ ও আলমগীর খসরুর সহকারী হিসেবে। তিনি ‘দমকা’ ছবিতে প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। ১৯৯৯ সালে তার চিত্রগ্রহণে প্রথম চলচ্চিত্র ‘শিবা গুন্ডা’ মুক্তি পায়।