সত্য সাহা একজন সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক ও প্রযোজক। তিনি ‘তোমার আমার’ চলচ্চিত্রে প্রথম গানের সুযোগ পান। আলী মনসুরের ‘জানাজানি’ তার সুরারোপিত প্রথম চলচ্চিত্র হলে তার সুরারোপিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’। এরপর তিনি ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘কাগজের নৌকা’, ‘রূপবান’, ‘ফির মিলেঙ্গে হাম দোনো’, ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ‘গুনাইবিবি’, ‘চাওয়া পাওয়া’, ‘সাইফুলমুলক বদিউজ্জামাল’, ‘মধুমালা’, ‘আবির্ভাব’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘বাঁশরী’, ‘দীপ নেভে নাই’, ‘চেনা অচেনা’, ‘এতটুকু আশা’, ‘পরশমণি’, ‘অপরিচিতা’, ‘রূপবানের রূপকথা’, ‘মোমের আলো’, ‘পালাবদল’, ‘নীল আকাশের নীচে’, ‘নায়িকা’, ‘আমার বউ’, ‘সন্তান’, ‘মানুষ অমানুষ’, ‘পিতাপুত্র’, ‘রং বদলায়’, ‘আলিঙ্গন’, ‘মানুষের মন’, ‘নতুন প্রভাত’, ‘মায়ার সংসার’, ‘অগ্নিশিখা’, ‘আসামী’, ‘বন্ধু’, ‘মধুমতি’, ‘দাবী’, ‘বদলা’, ‘অলংকার’, ‘মাটির ঘর’, ‘ওয়াদা’, ‘শহর থেকে দূরে’, ‘আনারকলি’, ‘স্বামী’, ‘সুখে থেকো’, ‘বাসর ঘর’, ‘পরানপাখি’, ‘সোনার তরী’, ‘অংশীদার’, ‘আগুনের পরশমণি’ প্রভৃতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।
তার সুর করা ও সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য গান হল ‘পরানে দোলা দিল এ কোন ভোমরা’, ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’, ‘তুমি কি দেখেছো কভু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘নীল আকাশের নীচে’, ‘ঐ দূর দূরান্তে’, ‘সাতটি রংয়ের মাঝে আমি নীল খুঁজে না পাই’, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’, ‘হারজিত চিরদিন থাকবে’
তার প্রযোজনা সংস্থা স্বরলিপি ডিস্ট্রিবিউটরস। তার প্রযোজিত চলচ্চিত্র হল ‘বিনিময়’, ‘অশিক্ষিত’, ‘পুরস্কার’, ‘ছুটির ঘণ্টা’ প্রভৃতি।
তার জন্ম ১৯৩৪ সালে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামে। তার কাকা রবীন্দ্রলাল সাহা কাছে তার সঙ্গীতের হাতেখড়ি হয়। প্রযোজক রমলা সাহা তার স্ত্রী এবং শিশু শিল্পী সুমন ও সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা তার পুত্র। তিনি ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি কলকাতার গড়িয়াহাট ক্লিনিকে পরলোক গমন করেন।