রাজু আহমেদ

রাজু আহমেদ ছিলেন একজন পার্শ্ব অভিনেতা। তিনি ‘নীল আকাশের নীচে’, ‘মায়ার সংসার’ (১৯৬৯), ‘জীবন থেকে নেয়া’, ‘কাঁচ কাটা হীরে’, ‘মধুমিলন’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দীপ নেভে নাই’ (১৯৭০), ‘ওরা ১১ জন’, ‘বাঘা বাঙালি’, ‘চৌধুরী বাড়ী’, ‘লালন ফকির’ (১৯৭২) এবং ‘ঝড়ের পাখি’, ‘আমার জন্মভূমি’ ও ‘রংবাজ’ (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং রণাঙ্গনের শব্দসৈনিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত নাটক ‘জল্লাদের দরবারে’ তিনি জল্লাদ ইয়াহিয়া খানের ভূমিকায় কণ্ঠ দিয়েছিলেন। এই নাটকে তার ভরাট কণ্ঠ সেই সময় মুক্তিযোদ্ধাদের সাহস আর শক্তি জুগিয়েছিল। রাজু আহমেদের বাবা লুত্ফল হক ছিলেন একজন উচ্চাঙ্গ সংগীতশিল্পী, আইনজীবী ও নাট্যব্যক্তিত্ব। তার মা রত্নগর্ভা। মাত্র ৩৩ বছর বয়সে ১৯৭২ সালের ১১ই ডিসেম্বর দুর্বৃত্তের হাতে প্রাণ দিতে হয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাজু আহমেদকে।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম রাজু আহমেদ
ডাকনাম রাজু
মৃত্যু তারিখ ডিসেম্বর ১১, ১৯৭২
জন্মস্থান কুষ্টিয়া।