জাকির হোসেন রাজু একজন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএম ডিগ্রিপ্রাপ্ত রাজু অভিনেতা-পরিচালক দারাশিকো’র সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পন করেন।
জাকির হোসেন রাজু ছোটবেলা থেকে লেখালেখি করতেন। একটা সময় সিনেমার গল্প লেখার খেয়াল আসে এবং একটি গল্প লিখেন। সেই সময় কাজী জহির ছিলেন তার পছন্দের একজন নির্মাতা। গল্পটি নিয়ে ঢাকায় এসে তিনি কাজী জহিরের সাথে দেখা করেন। জহির তাকে দেখে গল্পটি না পড়েই বললেন ‘আরও বড় হও তারপর এ লাইনে এসো। হতাশ হয়ে ফিরে না গিয়ে নায়করাজ রাজ্জাকের সাথে দেখা করেন। তিনিও একই কথা বলেন। আশা ছেড়ে না দিয়ে এফডিসিতে ঢুকে যান। ‘বেদের মেয়ে জোছনা’ ছবির পরিচালক তোজাম্মেল হক বকুলের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এ সময় তিনি বকুলের সহকারী হিসেবে ‘অচিন দেশের রাজকুমার’ ছবিতে কাজ করেন।
সহকারী হিসেবে কাজ করার সময় বুঝতে পারেন গল্প লিখে তার গল্পের মত করে সিনেমা তৈরি করতে পারবেন না। সেজন্য নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নেন। ‘জীবন সংসার’ দিয়ে তার পরিচালনায় অভিষেক ঘটে। এরপর তিনি ‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘ভালবাসা কারে কয়’, ‘মিলন হবে কত দিনে’ প্রভৃতি ছবির পরিচালনা করেন। ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির লেখনী ও পরিচালনার জন্য তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার পরিচালিত সাম্প্রতিক চলচ্চিত্রগুলো হল ‘নিয়তি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ভালো থেকো’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’।
একই সাক্ষাতকারে লেখালিখি প্রসঙ্গে বলেন, ‘লেখালেখি আমার নিজের জন্য করি। কোন মুহুর্ত ভালোলাগলে সেই মুহুর্তকে লেখা দিয়ে আটকানোর চেষ্টা করি আমি। তবে অনেকের অনুরোধে ‘কবিতাঞ্জলী’তে আমার একটা কবিতা দিয়েছি। পরিকল্পনা আছে আগামী ফেব্রুয়ারিতে ‘প্রিয় বাংলাদেশ এবং আমি’ নামের একটা প্রবন্ধ লিখবো। আর আমি চাই আমার প্রত্যেকটি লেখায় বাস্তবের প্রতিচ্ছবি থাকবে। ‘