ডলি সায়ন্তনী

“রং চটা জিন্সের প্যান্ট পরা” খ্যাত গায়িকা ডলি সায়ন্তনী ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সেলেক্স-এর ব্যানারে একক অ্যালবাম ‘হে যুবক’ প্রকাশ করেন। ‘ঘেরাও’ ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন। ডলি সায়ন্তনীর শ্রোতাসমাদৃত অ্যালবামের মধ্যে রয়েছে- ‘কালিয়া’, ‘নীরব রাতে’, ‘বিরহী প্রহর’, ‘সুখে থেকো’, ‘নিতাইগঞ্জে জমছে মেলা’, ‘বাংলাদেশের মেয়ে’।

তার গাওয়া উল্লেখযোগ্য চলচ্চিত্রের গান হল ‘উত্থান পতন’ ছবির “রং চটা জিন্সের প্যান্ট পরা”, ‘কে অপরাধী’ ছবির “এ যে বিষম পিরিতি”, এন্ড্রু কিশোরের সাথে ‘বাস্তব’ ছবির “বুক চিন চিন করছে হায়”, ‘সেয়ানা পাগল’ ছবির “এক পলক না দেখলে”, ‘মগের মুল্লুক’ ছবির “কি যাদু করিলা”, খালিদ হাসান মিলুর সাথে ‘আমার অন্তরে তুমি’ ছবির “প্রতিদিন তোমাকে আমি চাই” প্রভৃতি।

ডলির জন্ম ২২ আগস্ট। তার শৈশব কেটেছে পাবনাতে। তার ভাই বাদশা বুলবুল, বোন পলি সায়ন্তনীও জনপ্রিয় শিল্পী। মা মনোয়ারা বেগমও যুক্ত ছিলেন গানের সঙ্গে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ডলি সায়ন্তনী

কর্মপরিধি