এনামুল হক একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি এফডিসির প্রতিষ্ঠাকালীন চলচ্চিত্র সম্পাদকদের একজন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘যে নদী মরু পথে’। এরপর তিনি উর্দু ভাষার ‘প্রীত না জানে রীত’, ‘বাহানা’, ‘সংগম’, ‘নাচঘর’ এবং বাংলা ভাষার ‘জোয়ার এলো’, ‘কাঁচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘মনের মত বউ’, ‘জীবন থেকে নেয়া’, ‘গোলাপী এখন ট্রেনে’ প্রভৃতি চলচ্চিত্রের সম্পাদনা করেছেন।
তার জন্ম ১৯৩৭ সালের ১৫ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসাতে।