বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর চলচ্চিত্রে গায়কীর শুরু ঢালিউডের ‘তিন কন্যা’ ছবির গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে। ঢালিউডে তার গাওয়া উল্লেখযোগ্য গান হল মিতালী মুখার্জীর সাথে ‘ভালবাসা যত বড়’ ও ‘এ জীবন তোমাকে দিলাম’; অনুরাধা পাড়োয়ালের সাথে ‘বুক ভরা ভালবাসা’, কবিতা কৃষ্ণমূর্তির সাথে ‘পৃথিবীর শুরুতে আমি’ প্রভৃতি।
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ (২০২২)
- বাবা আমার বাবা (২০০৮)
- আগুন জ্বলবেই (২০০৪)
- মনের মাঝে তুমি (২০০৩)
- বুক ভরা ভালবাসা (১৯৯৯)
- পরদেশী বাবু (১৯৯৯)
- বিয়ের ফুল (১৯৯৯)
- পৃথিবী তোমার আমার (১৯৯৮)
- আমি সেই মেয়ে (১৯৯৮)
- আমার ঘর আমার বেহেশত (১৯৯৭)
- স্বামী কেন আসামী (১৯৯৭)
- বাজীগর (১৯৯৬)
- স্বজন (১৯৯৬)
- অজান্তে (১৯৯৬)
- হাত কড়া (১৯৯৪)
- তিন কন্যা (১৯৮৫)