আব্দুল জব্বার

জননন্দিত সঙ্গীতশিল্পী আব্দুল জব্বার চলচ্চিত্র, আধুনিক বাংলা গান, গণসংগীত ইত্যাদি বিভিন্ন ধারার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। এসব ক্ষেত্রে চূড়ান্ত খ্যাতি অর্জন তাকে জীবন্ত কিংবদন্তীতে পরিণত করে। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী হিসেবে অনন্য ভূমিকা রেখেছিলেন।

চলচ্চিত্রে তিনি প্রথম গান গেয়েছিলেন ১৯৬২ সালে। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত ‘সংগম’ ছবির গানে কণ্ঠ দেন তিনি। ১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া “তুমি কি দেখেছ কভু” গানটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। সে বছর ‘পীচ ঢালা পথ’ ছবিতে রবীন ঘোষের সুরে “পীচ ঢালা এই পথটারে ভালবেসেছি” ও ‘ঢেউয়ের পর ঢেউ’ ছবিতে রাজা হোসেন খানের সুরে “সুচরিতা যেওনাকো, আর কিছুক্ষণ থাকো” এ দুটি গান তাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। ১৯৭৮ সালে ‘সারেং বৌ’ ছবিতে আলম খানের সুরে তার গাওয়া “ও রে নীল দরিয়া” গানটিও ব্যাপক জনপ্রিয় হয়। তার গাওয়া অন্যান্য উল্লেখযোগ্য গান হল রুনা লায়লার সাথে “অমন করে যেও না গো তুমি” প্রভৃতি।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’-সহ অনেক দেশাত্মবোধক গানের গায়ক হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ গান ৩টি ২০০৬ সালে বিবিসি বাংলার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা ২০ গানের মধ্যে স্থান করে নিয়েছে।

২০১৭ সালে প্রকাশিত হয় ‘কোথায় আমার নীল দরিয়া’ শিরোনামে তার প্রথম মৌলিক অ্যালবাম।

সঙ্গীতজীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এরমধ্যে রয়েছে বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০), স্বাধীনতা পুরস্কার (১৯৯৬), বাচসাস পুরস্কার (২০০৩), সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-আজীবন সম্মাননা (২০১১) ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার।

আব্দুল জব্বারের জন্ম ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায়। তার পিতার নাম দখিল উদ্দিন প্রামাণিক এবং মাতার নাম বেগম ফুলজান। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে আব্দুল জব্বার ছিলেন কনিষ্ঠতম। ১৯৫৬ সালে তিনি মোহিনীমোহন বিদ্যাপীঠ থেকে মেট্রিক পাশ করেন। তিনি ২০১৭ সালের ৩০ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আব্দুল জব্বার
জন্ম তারিখ নভেম্বর ৭, ১৯৩৭
মৃত্যু তারিখ আগস্ট ৩০, ২০১৭
জন্মস্থান কুষ্টিয়া

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বেঈমান