আলী হোসেন

বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন আলী হোসেন। ১৯৬৬ সালে ‘ডাক বাবু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সুরকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এই চলচ্চিত্রেই তিনি শাহনাজ রহমতুল্লাহকে দিয়ে ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানটি করান। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ‘চাতুরী জানে না মোর বধূয়া’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘আরে ও প্রাণের রাজা’ ও ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’র মত জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

তার আরও জনপ্রিয় গানের তালিকায় রয়েছে— ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে’, ‘কেহই করে বেচাকেনা’ ও ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’। তিনি শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। কামাল আহমেদ পরিচালিত ‘ব্যথার দান’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

তিনি ঢাকায় বাংলা চলচ্চিত্রের কাজ করার পাশাপাশি উর্দু ‘ছোট সাহেব’, ‘দাগ’, ‘আনাড়ি’, ‘কুলি’ ইত্যাদি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ করেছিলেন। তিনি মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আলী হোসেনের জন্ম ১৯৪০ সালের ২৩ মার্চ কুমিল্লায়। তিনি ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বস্টনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কয়েক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাসখানেক আগে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে তার একমাত্র ছেলে আসিফ হোসেনের কাছে গিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল তাকে।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামআলী হোসেন
জন্ম তারিখমার্চ ২৩, ১৯৪০
মৃত্যু তারিখফেব্রুয়ারি ১৬, ২০২১
জন্মস্থানকুমিল্লা