এস ডি বাবুল একজন চিত্রগ্রাহক। তিনি চিত্রগ্রাহক হারুন-আল-রশিদ ও মোজাফ্ফর হোসেনের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘হত্যা’। এরপর তিনি ‘নাজায়েজ’, ‘কঠিন শাস্তি’, ‘ঠাণ্ডা মাথার খুনী’, ‘ভাড়াটে খুনী’, ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনী বউ’, ‘বউয়ের জ্বালা’, ‘আজকের সমাজ’, ‘স্বপ্নের বিদেশ’, ‘নীতিবান পুলিশ অফিসার’, ‘ওরা নিষিদ্ধ’ প্রভৃতি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।
বাবুলের জন্ম ১৯৬৩ সালের ৯ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জের রতিরামপুর গ্রামে। তার আসল নাম শামসুদ্দোহা বাবুল।