সাগর ‘মহিলা হোস্টেল’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। এরপর তিনি ‘জিরো জিরো সেভেন’, ‘এলাকার ত্রাস’, ‘এলাকার বাদশা’, ‘ধিক্কার’, ‘গোপন শত্রু’, ‘খুনী চেয়ারম্যান’ ছবিতে অভিনয় করেছেন। তাকে মূলত দ্বিতীয় ও তৃতীয় নায়ক হিসেবে দেখা যায়।
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- নগর মাস্তান (২০১৫)
- খুনী চেয়ারম্যান (২০০৭)
- ওরা নিষিদ্ধ (২০০৬)
- ধিক্কার (২০০৬)
- গোপন শত্রু (২০০৬)
- লাষ্ট বর্ডার (২০০৬)
- আমি একাই একশ (২০০৬)
- বাংলার হিরো (২০০৬)
- এনকাউন্টার (২০০৬)
- খুনী বিল্লা (২০০৬)
- সিটি রংবাজ (২০০৬)
- এলাকার বাদশা (২০০৫)
- কাঙ্গালী রাজা (২০০৫)
- মিশন শান্তিপুর (২০০৫)
- লাগাও বাজী (২০০৫)
- এলাকার ত্রাস (২০০৪)
- জিরো জিরো সেভেন (২০০৪) - রানা
- মহিলা হোস্টেল (২০০৪)
- সংগ্রামী প্রেম (১৯৯৯)