আবুল খায়ের একজন চিত্রগ্রাহক। তিনি ষাটের দশকে পাকিস্তানি চিত্রগ্রাহক হাসানের সহকারী এবং পরে চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তার চিত্রায়িত প্রথম চলচ্চিত্র ‘সমাধি’। এরপর তিনি ‘কাজল রেখা’, ‘অনুরোধ’, ‘আগুন’, ‘আয়না’, ‘সোহাগ’, ‘আসামী’, ‘রাজমহল’, ‘শীষনাগ’, ‘বুলবুল এ বাগদাদ’, ‘নান্টু ঘটক’, ‘স্বাক্ষর’, ‘সন্ধি’, ‘লুটেরা’, ‘বিনি সুতার মালা’, ‘রংবাজ’, ‘ব্যথার দান’, ‘বিধাতা’, ‘জিনের বাদশা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘অপরাজিত নায়ক’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘ক্ষুধা’, ‘আন্দোলন’, ‘মুক্তির সংগ্রাম’, ‘অতিক্রম’, ‘জজ সাহেব’, ‘আম্মা’, ‘অচেনা মানুষ’, ‘উল্কা’, ‘এতিম রাজা’, ‘অবুঝ মনের ভালবাসা’, ‘ভন্ড প্রেমিক’, ‘আখেরী হামলা’, ‘সিদ্ধান্ত’, ‘শর্ত’, ‘মায়ের মর্যাদা’, ‘জীবনের গল্প’, ‘এই যে দুনিয়া’, ‘পাষানের প্রেম’ প্রভৃতি ছবির চিত্রগ্রহণ করেছেন। তিনি ‘সেতুবন্ধন’ ও ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ ছবির চিত্রগ্রহণের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
আবুল খায়েরের জন্ম ১৯৪৬ সালের ১৬ জুন ফেনীর ভালুকিয়া ভূঁইয়াবাড়িতে।