শচীন কুমার নাগ

শচীন কুমার নাগ একজন চলচ্চিত্র লেখক। তিনি এফ কবীর চৌধুরীর সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে কাহিনীকার হিসেবে আত্মপ্রকাশ করেন। কাহিনীকার হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিদ্রোহী সন্তান’। এরপর তিনি ‘আসামী গ্রেফতার’, ‘শাস্তির বদলে শাস্তি’, ‘বাবার কসম’, ‘জিদ্দি সন্তান’, ‘চিরদিনের সাথী’, ‘দাপট’, ‘বিপ্লবী জনতা’, লাট সাহেব’, ‘তুফান আমার নাম’, ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির কাহিনী ও সংলাপ লিখেন।

তার জন্ম ১৯৫৬ সালের ২৮ মার্চ খুলনা শহরে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শচীন কুমার নাগ
জন্ম তারিখ মার্চ ২৮, ১৯৫৬

কর্মপরিধি