বদিউল আলম খোকন (Badiul Alam Khokon) একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দানব’। এরপর তিনি ‘ধ্বংস’, ‘রুস্তম’, ‘বাস্তব’, ‘ধর শয়তান’, ‘নিরাপত্তা’, ‘হিংস্র মানব’, ‘ল্যাংড়া মাসুদ’, ‘নিষ্পাপ কয়েদী’, ‘নির্দেশ’, ‘বাবার কসম’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘বস নাম্বার ওয়ান’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘হিরো দ্য সুপারস্টার’ প্রভৃতি ছবি পরিচালনা করেন।
তার জন্ম ১৯৬৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদী থানার বাঘবের গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এমএ সম্পন্ন করেছেন।