মাসুম আজিজ একজন অভিনয় শিল্পী ও নাট্য নির্মাতা। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র – সব মাধ্যমেই তিনি অভিনয় করেন। এছাড়া মাসুম আজিজ নিয়মিত নাট্য রচনা করেন। ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি থিয়েটারে অভিনয় শুরু করেন। ১৯৮৫ সালে প্রথম তিনি টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় চার শতাধিক। তিনি অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- চরিত্র (২০২৪)
- ভাগ্য (২০২৩)
- কালবেলা (২০২১)
- মুন্সিগিরি (২০২১) Web Film
- গন্তব্য (২০২১)
- সনাতন গল্প (২০১৮) - যতীন
- কপালের লিখন (২০১৭)
- ভোলা তো যায় না তারে (২০১৬)
- লালচর (২০১৫)
- এইতো প্রেম (২০১৫)
- গাড়িওয়ালা (২০১৫)
- রূপগাওয়াল (২০১৩)
- ভুল (২০১১)
- গেরিলা (২০১১)
- গহীনে শব্দ (২০১০) - নূরা
- বস্তির ছেলে কোটিপতি (২০১০)
- রাবেয়া (২০০৮)
- দানব সন্তান (২০০৭)
- ঘানি (২০০৬) - আফসু
- মমতাজ (২০০৫)
- মধ্যবিত্ত (আসন্ন)
- ৫৭০ (নির্মানাধীন) - মৌলভী আব্দুল হাকিম
- ইন্দুবালা (কাহিনী)
- সনাতন গল্প (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
পুরষ্কার
পুরষ্কার | বছর | ফলাফল | বিভাগ/গ্রহীতা | চলচ্চিত্র |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০০৬ | জয়ী | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ঘানি |