রহস্য, থ্রিলার ও ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকদের হৃদয় জয় করা নির্মাতা ভিকি জাহেদ। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চলচ্চিত্র ‘কার্নিশ’; ওয়েব ফিল্ম ‘রেডরাম’, ‘প্রায়শ্চিত্ত’, ‘শুক্লপক্ষ’, ও ‘এক্সট্রা’ এবং ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’, ‘টিকিট’ ও ‘আরারাত’।
ভিকি নন্দিত পরিচালক তানভীর মোকাম্মেলের বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) থেকে ‘ফিল্ম এপ্রিসিয়েশন’ কোর্স করেন। বিএফআইয়ের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। সেখানে তিনি চিত্রনাট্য রচনা ও সম্পাদনার উপর কোর্স করেন। কোর্সগুলো তাকে চলচ্চিত্রের কারিগরি বিষয়গুলো বুঝতে সহায়তা করে। এরপর ফেসবুকে ‘সিনেমা পিপলস’ নামক একটা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হন। পরে কয়েক বন্ধু মিলে ‘মোশন ভাস্কর’ করলেন।