কাহিনী সংক্ষেপ
আলমের বাবা মারা যাওয়ার সময় আলম উপস্থিত ছিল না। ফিরে আসার পর গ্রামবাসীর প্ররোচনায় তার সৎ মা-কে বাসা থেকে বের করে দেয়। পরে চৌধুরীর প্রতিষ্ঠানে চাকরী পায় আলম এবং রোকেয়াকে বিয়ে করেন। কিছুদিন পরে আলমের সৎ মা মারা যায় এবং তার সন্তান বাবলা আলমদের বাসায় আশ্রয় নেয়, নিঃসন্তান রোকেয়া তাকেও সন্তানের মত গ্রহন করে নেয়। কিন্তু চৌধুরী সাহেবের মেয়ে সোনিয়া আলমের প্রেমে পড়ে এবং আলমও তাকে বিয়ে করতে চায়। কিন্তু বাধ সাধে বাবলা।
কৃতজ্ঞতা: ওয়াকিম
ছবি কৃতজ্ঞতা: কবি ও কাব্য
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।