কাহিনী সংক্ষেপ
অপরাধী নিজেকে যতটাই বুদ্ধিমান মনে করুক, একজন এএসপি আজগর এর সামনে ধরা তাকে পড়তেই হবে। এএসপি আজগর এবং অজ্ঞাত এক সিরিয়াল কিলারের সাপলুডু খেলা চলছে। সেই সিরিয়াল কিলার শহরে একের পর এক খুন করে চলেছে। এদিকে লাশ আর রক্ত দেখতে দেখতে এসপি জামশেদ-এর প্রেশারটাও বেড়ে যাচ্ছে। একজন সিরিয়াল কিলারকে ধরার কাজটা মোটেই সহজ নয়। একের পর এক খুনের প্যাটার্ন ফলো করে, হাজারটা প্রশ্নের মাঝ থেকে এসআই রেহানা খুঁজে ফিরছেন। অন্যদিকে দুষ্টু কোকিল ঈশিতা গানে গানে মাতিয়ে রাখেন সবাইকে। তবে গায়িকার আড়ালে তিনি একজন গুপচর। কিন্তু কার হয়ে কাজ করছেন সেটা বোঝা যাচ্ছে না। ভালো-খারাপের মাঝের ব্যবধানে থাকে জারিফ। জারিফ কার পক্ষে আর কে জারিফের পক্ষে, সেই রহস্যের জাল উন্মোচন করতে হবে। রাজনীতিবিদ পাশা, ক্রাইম তার নেশা। অতীত নিয়ে কথা বলা তিনি একদম পছন্দ করেন না।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।