কাহিনী সংক্ষেপ
অত্যাচারিত কিছু মানুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে স্বপন চৌধুরী নির্মিত ছবি ‘চম্পা রানির আখড়া’। এতে দেখা যায়, এক গোপন আখড়া থেকে ন্যায়ের জন্য লড়াইয়ে নামে কয়েকজন। সমাজের ভালোমানুষের মুখোশধারীদের আসল চেহারা এতে উন্মোচিত হতে থাকে। এতে টলে যায় সমাজপতিদের আসন। তারা জানতে পারে চম্পা রানির আখড়া থেকেই তাদের বিরুদ্ধে লড়াই পরিচালনা করা হচ্ছে। আখড়াটি গুড়িয়ে দেবার পরিকল্পনা করে তারা।
রিভিউ লিখুন
রিভিউ লিখতে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে।