পপি

মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি (Popy)।  তার প্রথম চলচ্চিত্র ‘কুলি’।

২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পরিবর্তন ডট কমের সাথে এক সাক্ষাতারে পপি তার বিয়ে এবং পছন্দ সম্পর্কে বলেন, আমার স্বপ্নের পুরুষকে অবশ্যই শিক্ষিত ও সৎ হতে হবে। টাকার চেয়ে আমার কাজ এর প্রতি সম্মান দেখাতে পারে এমন ছেলেকেই আমার পছন্দ। তাকে অবশ্যই আমাকে বুঝতে হবে এবং আমাকে অনেক ভালবাসতে হবে।


বিএমডিবি-তে পপি-কে নিয়ে সকল সংবাদ পড়ুন এখানে


তবে এর আগে অনেকবারই পপির বিয়ে প্রেম ইত্যাদির গুঞ্জন শোনা যায়। পপি অভিনীত অনেক চলচ্চিত্রের জুটি শাকিল খান পপিকে বিবাহিত স্ত্রী হিসেবে দাবী করেছিলেন একসময়। কিন্তু সে দাবী ধোপে টিকে নি, বরং চলচ্চিত্র থেকেই বিদায় নেন শাকিল খান। ২০১৩ সালেই পেশায় চিকিৎসক গাজী মিজানুর রহমান নামের এক ব্যক্তির সাথে পপির বিয়ের গুঞ্জন শোনা যায়। মিজানুর রহমান সম্পর্কে পপির কাজিন। খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত ‘খুলনা সার্জিক্যালে’র মালিক তিনি। বিবাহিত মিজানুর রহমানের প্রথম সংসারে তার একটি সন্তানও রয়েছে। পপি যখন খুলনা যান, তখন গাজী মিজানের বাসাতেই থাকেন। আবার মিজান ঢাকায় এলে পপির বাসাতে ওঠেন। এমন সব গুঞ্জনের জবাবে পপি শুধু বলেছেন – মিডিয়া তাকে অনেকবার বিয়ে দিয়েছে। এটিও সেরকম একটি।

পপি মোট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামসাদিকা পারভীন
ডাকনামপপি
জন্ম তারিখসেপ্টেম্বর ১০, ১৯৭৯
জন্মস্থানশিববাড়ি, খুলনা।
উচ্চতা১৬৫ সেন্টিমিটার

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
মনোনীতশ্রেষ্ঠ অভিনেত্রী
জয়ীশ্রেষ্ঠ অভিনেত্রী অনেক দিনের আশা
জয়ীশ্রেষ্ঠ অভিনেত্রী মান্না ভাই
জয়ীশ্রেষ্ঠ অভিনেত্রী