শাহীন কবির টুটুল ‘এইতো ভালোবাসা’ চলচ্চিত্রের পরিচালক ও গীতিকার।
News Category:
মিশা সওদাগর
পর্দার খারাপ লোক মিশা সওদাগর (Misha Sawdagor) চলচ্চিত্রে কাজ শুরু করেন ১৯৮৬ সালে। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা। ছট্কু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। ‘অমরসঙ্গী’ ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটোর একটিতেও সাফল্য পান নি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন। আউটডোর শ্যুটিং শেষ করে ফিরে একে একে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন মিশা। ১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন।
মিশা সওদাগর ৯০০-রও বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুরুতে রাজীব, হুমায়ূন ফরীদ, মিজু আহমেদ, আহমেদ শরীফ, নাসির খানদের সাথে দ্বিতীয় ভিলেন হিসেবে অভিনয় করলেও অচিরেই তিনি বাংলা চলচ্চিত্রে প্রধান ভিলেন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল চরিত্রে এবং শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী একজন প্রযোজক। তিনি ‘মা আমার চোখের মনি’, ‘নিষ্পাপ মুন্না’ ও ‘তুই শুধু আমার’ চলচ্চিত্র প্রযোজনা করেছেন।
শচীন কুমার নাগ
শচীন কুমার নাগ একজন চলচ্চিত্র লেখক। তিনি এফ কবীর চৌধুরীর সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে কাহিনীকার হিসেবে আত্মপ্রকাশ করেন। কাহিনীকার হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিদ্রোহী সন্তান’। এরপর তিনি ‘আসামী গ্রেফতার’, ‘শাস্তির বদলে শাস্তি’, ‘বাবার কসম’, ‘জিদ্দি সন্তান’, ‘চিরদিনের সাথী’, ‘দাপট’, ‘বিপ্লবী জনতা’, লাট সাহেব’, ‘তুফান আমার নাম’, ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির কাহিনী ও সংলাপ লিখেন।
তার জন্ম ১৯৫৬ সালের ২৮ মার্চ খুলনা শহরে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ।
বদিউল আলম খোকন
বদিউল আলম খোকন (Badiul Alam Khokon) একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দানব’। এরপর তিনি ‘ধ্বংস’, ‘রুস্তম’, ‘বাস্তব’, ‘ধর শয়তান’, ‘নিরাপত্তা’, ‘হিংস্র মানব’, ‘ল্যাংড়া মাসুদ’, ‘নিষ্পাপ কয়েদী’, ‘নির্দেশ’, ‘বাবার কসম’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘বস নাম্বার ওয়ান’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘হিরো দ্য সুপারস্টার’ প্রভৃতি ছবি পরিচালনা করেন।
তার জন্ম ১৯৬৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদী থানার বাঘবের গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এমএ সম্পন্ন করেছেন।
সাহারা
অভিনেত্রী সাহারা (Sahara) চলচ্চিত্র জগতে আগমন করেন শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাড়াও’ ছবি দিয়ে। নৃত্য পরিচালক আজিজ রেজা’র স্কুলে পরিচয় হয়েছিল পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের সাথে, তারই ফলশ্রুতিতে প্রথম চলচ্চিত্রে অভিনয়। বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। নানা কারণে ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। দ্বিতীয় চলচ্চিত্র “ভাড়াটে খুনি”ও ফ্লপ এর খাতায় নাম লিখায়। Continue reading
আহমেদ হুমায়ুন
সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত আহমেদ হুমায়ুন (Ahmmed Humayun) এর শুরুটা গায়ক হিসেবে। পরিবারে সঙ্গীতচর্চার প্রচলন ছিল, তিনিও গান করতেন। গানের প্রয়োজনেই ঢাকায় এসেছিলেন, নিজের অ্যালবাম বের করার আগ্রহ ছিল, কিন্তু সুযোগ করে উঠতে পারেন নি। আগে থেকেই সুর করার কিছু অভিজ্ঞতা ছিল, চলচ্চিত্র প্রযোজক নাদিম মাহমুদ সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ দেন।
বর্তমানে হুমায়ূন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শওকত আলী ইমন
সঙ্গীত পরিচালক। ১৯৯৬ সালে রুটি ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। কলকাতায়ও সঙ্গীত পরিচালনা করেছেন, এগুলো হল অন্যায় অবিচার ও বিচারক।
শওকত আলী ইমন ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী বিজরী বরকতউল্লাহকে। তাদের সংসারে একটি কন্যা সন্তানও আছে। কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ইমন গায়িকা রেবেকা সুলতানা ও আবিদা সুলতানার বোন।
রাজু চৌধুরী
রাজু চৌধুরী একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘শুটার’ (২০১৬), ‘তুই শুধু আমার’ (২০১৪), ‘এক নাম্বার আসামি’ (২০১৪), ‘তোকে ভালোবাসতেই হবে’ (২০১৪), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘রোমিও ২০১৩’ (২০১৩), ‘প্রিয়া আমার জান’ (২০১১), ‘অস্ত্র ছাড়ো কলম ধর’ (২০১১), ‘আমার মা আমার অহংকার’ (২০১০), ‘ঠেকাও আন্দোলন’ (২০০৯), ‘সাহেব নামে গোলাম’ (২০০৯), ‘রাজু আমার ভাই’ (২০০৮), ‘ঘুম হারাম’ (২০০৭), ‘জিদ্দী নারী’ (২০০৭), ‘নিষিদ্ধ যাত্রা’ (২০০৬), ও ‘রিভেঞ্জ’ (২০০৫)।