শাহ আলম সরকার

শাহ আলম সরকার একজন গীতিকার ও সুরকার। তিনি ওস্তাদ আবুল সরকারের কাছে সঙ্গীতে তালিম নেন। তার গীত রচনায় উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘চার সতীনের ঘর’, ‘মোল্লা বাড়ীর বউ’, ‘মমতাজ’, ‘বিন্দুর ছেলে’,’দজ্জাল শাশুড়ি’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘সাজঘর’, ‘ডাক্তার বাড়ি’, রিকশাওয়ালার প্রেম’, ‘পোড়ামন ২’, ‘গলুই’ প্রভৃতি।

তার রচিত উল্লেখযোগ্য গান হল “বান্ধিলাম পীরিতের ঘর”, “খড় কুটার এক বাসা বাধলাম”, “ফাইট্টা যায়”, “পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি” প্রভৃতি।

তার প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে ‘মুনিরের ফাঁসি’, ‘মা বাবার দোয়া’, ‘নবীর প্রেম’, ‘খাজা বাবার জীবনী’, ‘খাজার বাংলা কাওয়ালী’, ‘গান কেন জায়েজ’, ‘কবরের আজাব’, ‘বাংলার নারী’ প্রভৃতি।

তার জন্ম ১৯৬৫ সালের ১ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাঁও গ্রামে।

জুলফিকার আলী ভুট্টো

জুলফিকার আলী ভুট্টো চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের সহকারী পরিচালক হিসেবে ‘বাবার আদেশ’, ‘ভয়ংকর বিষু’, ‘ভয়ংকর রাজা’ ছবিতে কাজ করেন।

তার জন্ম ১৯৬৭ সালের ২৮ অক্টোবর। তার বাবা মোঃ হাফিজার রহমান এবং মা সাহিদা বেগম।

শহিদ

শহিদ একজন অঙ্গসজ্জাকার।

আসাদুজ্জামান মজনু

আসাদুজ্জামান মজনু একজন চিত্রগ্রাহক। চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মিন্টুর প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে তিনি ‘লাভ‘ ও ‘জনম দুখী‘ ছবিতে কাজ করেছেন। তার চিত্রায়িত প্রথম চলচ্চিত্র ‘খুনের বদলা’। এরপর তিনি ‘আসামী গ্রেফতার’, ‘দমকা’, ‘কাল নাগিনীর প্রেম’, ‘রুস্তম’, ‘বাস্তব’, ‘ফায়ার’, ‘রাঙা বউ’, ‘ভয়’, ‘কঠিন বাস্তব’, ‘মিলন মালার প্রেম’, ‘প্রিয়া আমার প্রিয়া’ প্রভৃতি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।

তিনি ‘রোহিঙ্গা’ ছবির চিত্রগ্রহণের জন্য সেরা চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

মজনুর জন্ম ১৯৬৪ সালের ২০ জুন শেরপুরের সদর থানার বড় ঝাউয়ের চর গ্রামে।

সাইফ চন্দন

সাইফ চন্দন একজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।

রকিবুল আলম রকিব

রকিবুল আলম রকিব একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি রকিব ফিল্মসের কর্ণধার। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘কথা দিলাম’, ‘দজ্জাল শ্বাশুড়ী’, ‘শ্রেষ্ঠ সন্তান’।

তিনি ‘রাজার ভাই বাদশা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।