এ. জে. মিন্টু

বাংলাদেশী চলচ্চিত্রের মাস্টার মেকার হিসেবে সুপরিচিত এ. জে. মিন্টু। তিনি একাধারে পরিচালক, প্রযোজক, কাহিনীকার ও চিত্রনাট্যকার। তিনি পরিচালক আমজাদ হোসেনের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মিন্টু আমার নাম’। এওরপ রিত্নি ‘প্রতিজ্ঞা’, ‘বাঁধন হারা’, ‘প্রতিহিংসা’, ‘মান সম্মান’, ‘চ্যালেঞ্জ’, ‘অন্যায়’, ‘অশান্তি’, ‘বিশ্বাস ঘাতক’, ‘ন্যায় অন্যায়’, ‘প্রথম প্রেম’, ‘বাপের টাকা’, ‘একটি সংসারের গল্প’, ‘সংসারের সুখ দুঃখ’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি ‘লালু মাস্তান’, ‘সত্য মিথ্যা’, ‘পিতা মাতা সন্তান’ ও ‘বাংলার বধূ’ চলচ্চিত্র পরিচালনা করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার প্রযোজনা সংস্থা সানফ্লাওয়ার মুভিজ।

তার জন্ম ১৯৪৯ সালের ১৬ জুলাই পাবনার মোকসেদপুরে। তার আসল নাম আবদুল জলিল মিন্টু।