দরদভরা গলায় বিরহের গানের সমার্থক হয়ে উঠেছিলেন যে বংশীবাদক সংগীত শিল্পী তার নাম বারী সিদ্দিকী। ‘শুয়াচান পাখি’, ‘আমি একটা জিন্দা লাশ’সহ বহু গানের মাধ্যমে হৃদয়ে হাহাকার তোলায় সিদ্ধহস্ত শিল্পী বারী সিদ্দিকী চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গানের মাধ্যমে তার প্লেব্যাক শিল্পী হিসেবে যাত্রা শুরু হয়। Continue reading
News Category:
সিরাজ হায়দার
সিরাজ হায়দার (Siraj Haider) অভিনয়ের সাথে জড়িত ছিলেন পঞ্চাশ বছরের বেশী সময় ধরে। ১৯৬২ সালে নবম শ্রেণীর ছাত্রকালীন সময়ে ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন। ২০১২ সালে এসে সেটা ৫০ বছর পূর্ণ করলো। এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। Continue reading
সাগর
আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে ১৯৯৮ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাগর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫০টির মতো বিজ্ঞাপনচিত্র এবং পাঁচ শতাধিক মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। পরবর্তীতে ২০০৯ সালে এনটিভিতে প্রচারিত সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা ছয়ের মধ্যে স্থান নিশ্চিত করতে সক্ষম হন সাগর। এই অবস্থান তাকে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ তৈরী করে দেয়। লাভ ইউ প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে কাজ করা শুরু হলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মনের মধ্যে লেখা। দুটো ছবিতেই তার বিপরীতে অভিনয় করেন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার আরেক প্রতিযোগি শম্পা হাসনাইন। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় থেকেই দুজনের মধ্যকার সম্পর্ক পরিচয় থেকে প্রণয়ে রূপ নিয়েছিল। ২০১৫ সালের ১৫ আগস্ট তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সাগর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন।
নাসিমা খান
রাইসুল ইসলাম আসাদ
রাইসুল ইসলাম আসাদ দেশের একজন বিখ্যাত অভিনেতা। তিনি একাত্তরের গেরিলা যোদ্ধা। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন আসাদ। ‘গুড্ডি’ চলচ্চিত্রে নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন আসাদ। তার বিপরীতে ছিলেন সুবর্ণা মুস্তাফা। সালাহউদ্দিন জাকি পরিচালিত চলচ্চিত্রটির আবেদন আজও রয়ে গেছে নতুন প্রজন্মের কাছে। এই চলচ্চিত্রের গানগুলো আজও মানুষের মনকে ছুঁয়ে যায়। তার অভিনীত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের প্রশংসা বাক্য আজও শোনা যায়। এই সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এছাড়া ‘সুরুজ মিয়া’, ‘অন্যজীবন’, ‘দুখাই’, ‘লালসালু’, ‘কীর্তনখোলা’, ‘লালন’, ‘মনের মানুষ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আসাদের জন্ম ১৯৫২ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে। তার পুরো নাম আসাদুজ্জামান মোহাম্মাদ রাইসুল ইসলাম। তিনি ১৯৭৯ সালের ৯ নভেম্বর তাহিরা দিল আফরোজকে বিয়ে করেন। তার একমাত্র কন্যার নাম রুবায়না জামান।
শম্পা
চলচ্চিত্র অভিনেত্রী শম্পার প্রথম ছবি মাটির পিঞ্জিরা। ২০০৯ সালে বেসরকারী টিভি চ্যানেল এনটিভি-র রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় সকলের নজর কাড়েন। প্রতিযোগিতায় থাকাকালীন সময়েই তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায়ও বিচরণ করেন শম্পা। টিভিতে উপস্থাপনাও করেছেন। সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েই আরেক প্রতিযোগি সাগরের সাথে পরিচয় হয় শম্পার। পরবর্তীতে একত্রে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয় এবং ২০১৫ সালের ১৫ অগাস্ট তারিখে পরিণয়ে পরিণত হয়।