কচি খন্দকার

অভিনেতা কচি খন্দকার অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনাও করেন। তাঁর পরিচালনায় এরই মধ্যে ‘এফডিসি’, ‘ইয়েস বস নো বস’, ‘নো কোশ্চেন নো অ্যানসার’ ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি একক নাটকও নির্মাণ করেছেন কচি খন্দকার।

কাকন

কাকনের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মুক্তির সংগ্রাম’। এরপর তিনি ‘১০ নম্বর মহাবিপদ সংকেত’, ‘স্বামী নিয়ে যুদ্ধ’, ‘পাপের প্রায়শ্চিত্ত’ ছবিতে অভিনয় করেছেন।

কাকনের জন্ম ১৯৭৪ সালের ৩ জানুয়ারি ঢাকায়। তার আসল নাম মোশফেকুল জামিল। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ছিলেন।

আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ একজন চলচ্চিত্র ব্যবস্থাপক। তিনি ‘রাজার ভাই বাদশা’, ‘হায় প্রেম হায় ভালবাসা’ ছবির ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

মোঃ নাসির

মোঃ নাসির একজন শব্দগ্রাহক। তিনি ‘বীর পুরুষ’, ‘শুধু তুমি’, ‘প্রেমের অহংকার’, ‘এই ঘর এই সংসার’, ‘বিচার হবে’, ‘নীল সাগরের তীরে’, ‘ভন্ড’, ‘লাল সবুজ’ ছবিতে কাজ করেছেন।