মোঃ খোরশেদ আলম একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি সিনেমা হল প্রতিনিধি হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ‘জন্ম তোমার জন্য’, ‘সাহেব নামে গোলাম’, ‘বলো না তুমি আমার’, ‘এক মন এক প্রাণ’ ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজনা সংস্থা অপূর্ব কথাচিত্র।
তার জন্ম ১৯৬৮ সালের ১০ অক্টোবর লক্ষীপুরের রামগঞ্জ থানার পশ্চিম বাহাদুর গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি।