সোহেল রানা

সোহেল রানা একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএ ডিগ্রি নিয়েছেন পড়াশোনায়। এর পর করেছেন এলএলবি। ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনীত এবং পরিচালিত প্রথম ছবি মাসুদ রানা। সোহেল রানা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি। তার প্রযোজনা সংস্থার নাম পারভেজ ফিল্মস।

এফ আই মানিক

এফ আই মানিক একজন চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল – ‘স্বপ্নের বাসর’, ‘দুই বধূ এক স্বামী’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘আমাদের ছোট সাহেব’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘মাই নেম ইজ সুলতান’ প্রভৃতি।

তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী কমিটির ২০১১-১২ সেশনের মহাসচিব।

পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা (Purnima) প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করেন ১৯৯৮ সালে। এ সময় তিনি মাত্র নবম শ্রেণীতে পড়তেন। তার প্রথম ছবির নায়ক ছিলেন রিয়াজContinue reading

ডি এইচ চুন্নু

ডি এইচ চুন্নু, ভাতিজা চুন্নু নামেও পরিচিত দেলোয়ার হোসেন চুন্নু হলেন একজন ফাইট ডিরেক্টর।

সাইফ খান কালু

সাইফ খান কালু একজন নৃত্য পরিচালক। আরেক গুণী নৃত্য পরিচালক মাসুম বাবুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম নৃত্য পরিচালিত ছবি ঘায়েল।

মাসুম বাবুল

মাসুম বাবুল চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন। তিনি ১৯৯৩ সালে ‘দোলা’, ২০০৮ সালে ‘কি জাদু করিলা’, ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তিনি ২০২৩ সালের ৬ মার্চ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২০২২ সালের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ।

এস এম আজহার

এস এম আজহার একজন চিত্রগ্রাহক। তিনি ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির চিত্রগ্রহণ করেছেন। এর আগে তিনি ‘শেষ সংগ্রাম’ ছবির প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

রেবেকা

অভিনেত্রী রেবেকা বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শিশুশিল্পী হিসেবে এবং পরবর্তীতে নায়িকা হন। বর্তমান সময়ে তিনি মা চরিত্রেই বেশী অভিনয় করেন। Continue reading

মুস্তাফা মেহমুদ

মুস্তাফা মেহমুদ একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। তিনি ১৯৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’  ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। একক পরিচালনায় তার প্রথম ছবি ‘মোমের আলো’। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হল ‘মায়ার সংসার’, ‘আদর্শ ছাপাখানা’, ‘নতুন প্রভাত’, ‘মানুষের মন’, ‘অবাক পৃথিবী’, ‘জয় পরাজয়’, ‘মধুমিতা’, ‘মাটির মানুষ’, ও ‘মণিহার’।

মেহমুদের জন্ম ১৯৩৬ সালের ১৬ জানুয়ারি মিরসরাইয়ের মিঠানালায়ে। তার সহধর্মিণী ফিরোজা মেহমুদ। তাদের দুই সন্তান। তিনি ২০১০ সালের ২১ জানুয়ারি ইন্তেকাল করেন।