News Category:
শাহিদ খান
শাহিদ খান ২০০৫ সালে ‘কাঙ্গালী রাজা’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। ‘প্রেম কয়েদী’, ‘তোমার কাছে ঋণী’, ‘জোর করে ভালোবাসা যায় না’ প্রভৃতি।
মুক্তি
পদ্মানদীর মাঝি ছবিতে চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তির (Mukti) চলচ্চিত্রে আগমন। কিন্তু তার ব্যাপক পরিচিতি আসে চাঁদের আলো ছবির মাধ্যমে। মুক্তির আরেকটি পরিচয় হল তিনি জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেত্রী আনোয়ারার মেয়ে।
চাঁদের আলো চলচ্চিত্রে মুক্তি যখন অভিনয় করেন তখন তার বয়স মাত্র বারো! উক্ত সিনেমার ‘তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো’ গানটি আজো দর্শক-শ্রোতাদের মুখে মুখে ফিরে। এরপর তিনি একে একে অভিনয় করেন লড়াই, শ্রাবন মেঘের দিনে, হাছন রাজা, রিক্সাওয়ালার প্রেম, দারোয়ানের ছেলে, পিতামাতার আমানত, তুমি আমার স্বামী এবং জগত সংসার ছবিতে।
কিন্তু দ্রুতই চলচ্চিত্র থেকে বিদায় নেন মুক্তি। তার একটি কন্যা সন্তান রয়েছে, নাম কারিমা ইসলাম দরদী। কারিমার দেখাশোনা, পড়াশোনার তদারকি করতে গিয়ে তিনি আর চলচ্চিত্র ক্যারিয়ারের দিকে নজর দিতে পারেননি। এই সময় তিনি দু’একটি টিভিসি ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে খোলা জানালা, শ্রাবন্তীর ঘর-সংসার, বউ, বউ টুবানির ফুল, হঠাৎ কোনোদিন কখনো, আমি আবার আসব ইত্যাদি।
মুক্তির প্রাক্তন স্বামীর নাম মাসুদ শেখ।
শাহাদাৎ হোসেন লিটন
শাহাদাৎ হোসেন লিটন একজন পরিচালক ও চিত্রনাট্যকার। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ‘কাবিননামা’, ‘বলো না কবুল’, ‘জীবন মরণের সাথী’, ‘আদরের জামাই’, ও ‘অহংকার’।
শহীদুজ্জামান সেলিম
শহীদুজ্জামান সেলিম একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। তিনি ২০১২ সালের ‘চোরাবালি’ ও ২০১৬ সালের ‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
সেলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন নাট্য আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। পরে ১৯৮০ সালে ঢাকা থিয়েটারে যোগ দেন। এর প্রায় ৯ বছর পরে বিটিভি’র আলোচিত ধারাবাহিক ‘জোনাকি জ্বলে’র মধ্য দিয়ে তাঁর ছোটপর্দায় অভিষেক ঘটে।
২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পায় তাঁর অভিনীত চলচ্চিত্র ‘নবাব এলএলবি’।
তার জন্ম ৫ জানুয়ারি। তার স্ত্রী অভিনেত্রী রোজী সিদ্দিকী। তারা ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে সেঁজুতি খান ও ছোট মেয়ে সানজানা খান।
জামাই বাবুল
জামাই বাবুল একজন রূপসজ্জাকর।
আলিশা প্রধান
আলিশা প্রধান বাংলাদেশের সুপরিচিত মডেল, উপস্থাপক এবং অভিনেত্রী। মূলত উপস্থাপনা ও মডেলিং দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র নায়িকা হিসেবে অভিষিক্ত হন। অবশ্য এর আগে তিনি এইতো ভালোবাসা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। Continue reading