আনোয়ার সিরাজী

আনোয়ার সিরাজী একজন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ‘কমিশনার’, ‘অরুণ শান্তি’ ও ‘সোনার ময়না পাখি’ ছবি নির্মাণ করেছেন।

স্বপন মৃধা

স্বপন মৃধা ‘সেই তুমি অনামিকা’ ও ‘ক্ষোভ’ ছবির প্রযোজনা ব্যবস্থাপক।

সহিদুল হক

সহিদুল হক একজন চলচ্চিত্র সম্পাদক। তার সম্পাদিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘বিদ্রোহী পদ্মা’, ‘কি যাদু করিলা’, ‘ইভটিজিং’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’, ‘গলুই’ ইত্যাদি। এর পূর্বে তিনি ‘শুধু তোমারি’, ‘মিথ্যা অহংকার’ প্রভৃতি ছবির প্রধান সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।

সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম একজন নৃত্য পরিচালক। তিনি ‘প্রেম পাগল’, ‘রঙ্গীন প্রাণ সজনী’, ‘মধু পূর্ণিমা’, ‘লাল বাদশা’, ‘সেই তুমি অনামিকা’ প্রভৃতি ছবির নৃত্য পরিচালনা করেছেন।