তামান্না

বাংলাদেশী চলচ্চিত্রে স্বল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়ে আবার হারিয়ে যাওয়া নায়িকাদের অন্যতম তামান্না (Tamanna)। ‘ত্যাজ্যপুত্র’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয় শুরু হলেও ‘ভণ্ড’ ছবি দিয়ে তিনি প্রথম রূপালী পর্দায় উপস্থিত হন এবং দর্শকের মনে আসন গেড়ে বসেন। Continue reading

ইরফান খান

হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ইরফান খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে। তবে উক্ত চলচ্চিত্রে তিনি মাইকেল নামে অভিনয় করেন। পরবর্তীতে তামান্নার সাথে জুটি বেধে পাগল তোর জন্য রে চলচ্চিত্রের মাধ্যমে তিনি ইরফান খান নামে উপস্থিত হন।

ইরফান খানের ফেসবুক প্রোফাইল: Erfan Khan

কামাল খান

কামাল খান ‘জীবন নদীর তীরে’ ছবিতে অভিনয় করেছেন।

অনন

নুসরাৎ অনন বজলুর রাশেদ চৌধুরীর ‘বধু তুমি কার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এ পর্যন্ত পাঁচ বা তার অধিক চলচ্চিত্রে অভিনয় করলেও তিনি উচুঁমানের কোন চরিত্রে অভিনয় করতে পারেন নি। তিনি কেন্দ্রিয় খেলাঘর আসরের সাথে বেশ কিছুদিন কাজ করেছেন। মঞ্চের এ অভিজ্ঞতা তার কাজে লেগেছে বলে তিনি বিশ্বাস করেন।

মনির হোসেন মিঠু

মনির হোসেন মিঠু ‘জীবন নদীর তীরে’ ও ‘ভালোবাসা ১৬ আনা’ ছবির পরিচালক ও লেখক।

তনয়

তনয় একজন শিশুশিল্পী। সে ‘অন্তর্ধান’ ছবিতে অভিনয় করেছে।