জায়েদ খান

জায়েদ খান (Jayed Khan) ২০০৬ সালে নতুন মুখের সন্ধানে প্রথম নির্বাচিত হওয়ায় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। নতুন মুখের সন্ধানের মাধ্যমে এর আগেও ঢালিউডে নামী দামী নায়ক-নায়িকারা চলচ্চিত্রে আসেন। জায়েদ খানকে চলচ্চিত্রে ব্রেক দেন প্রযোজক মাহমুদ হক শামীম। তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে বরেণ্য পরিচালক মহম্মদ হাননান এর ‘ভালবাসা ভালবাসা’ ছবির মাধ্যমে। Continue reading

সুস্মিতা বিশ্বাস সাথী

সুস্মিতা বিশ্বাস সাথী একজন গীতিকার। তিনি ‘চোরাবালি’ ও ‘মৃত্যুপুরী’ ছবির গানের কথা লিখেছেন।

স্বপন কুমার

স্বপন কুমার ‘চোরাবালি’ ছবির প্রযোজনা ব্যবস্থাপক।