News Category:
নদী
নদী ২০০০-এর দশকের অন্যতম চিত্রনায়িকা। তিনি আলেকজান্ডার বো, অমিত হাসান, মান্না, আমিন খান-দের সাথে জুটি গড়ে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন।
বশির শিকদার
বশির শিকদার একজন প্রযোজনা ব্যবস্থাপক। তার উল্লেখযোগ্য কাজ হল ‘মেহের নেগার’, ;আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘টপ হিরো’, ‘গলুই’ প্রভৃতি।
আলমগীর খসরু
আলমগীর খসরু একজন চলচ্চিত্র চিত্রগ্রাহক। তিনি ‘স্নেহের বাঁধন’, ‘দুই বধূ এক স্বামী’, ‘হৃদয়ের কথা’, ‘সাজঘর’, ‘আকাশ ছোঁয়া ভালবাসা’, ‘মাটির ঠিকানা’ প্রভৃতি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।
অঞ্জলী
অঞ্জলী রায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে থাকেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ‘ঝন্টু মন্টু দুই ভাই’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘মন দিয়েছি তোমাকে’।
ওয়াহিদা মল্লিক জলি
গুণী ও মেধাবী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি অভিনয় করেছেন মঞ্চ, টিভি নাটক এবং চলচ্চিত্রে। প্রধাণত মঞ্চ নাটক এবং ছোট পর্দায় অভিনয় করেন তিনি। তবে তিনি অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। Continue reading
পুলক বন্দ্যোপাধ্যায়
‘ক ফোঁটা চোখের জল’, ‘তুমি নিজের মুখে বললে যেদিন’, ‘পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘বহু দূর থেকে এ কথা’, ‘ভালোবাসা ছাড়া আর আছে কী’, ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’, ‘আমার বলার কিছু ছিল না’, ‘নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা’, ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’, ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব’, ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’,‘সে আমার ছোট বোন’ এমন বহু জনপ্রিয় বাংলা গানের গীতিকবি পুলক বন্দ্যোপাধ্যায়।
১৯৩১ সালের ২ মে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়াতে তাঁর জন্ম। বাবা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, অভিনয়ও করতেন। বাবার শিল্পীজীবনের সূত্রে পুলকদের বাড়িতে অনেক শিল্পীর যাওয়া-আসা ছিল। অভিনেতা, গায়ক, সুরকারদের আড্ডা জমত তাঁদের বাড়িতে। এসবের ভেতরে বেড়ে ওঠা পুলকের মধ্যে সৃষ্টিশীল নানা কাজের প্রতি আগ্রহ জন্মায়। স্কুল ও বাড়িতে গান, নাটক, আবৃত্তির অনুষ্ঠানে পুলক সক্রিয় ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর গান লেখার প্রতি ঝোঁক ছিল।
শেষ জীবনে পুলক ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার কাছের বন্ধুদের থেকেই জানা যায়, শেষের দিকে আর লিখতে পারতেন না পুলক। বেঁচে থাকার ইচ্ছাই হয়তো শেষ হয়ে আসছিল। ১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শাহনাজ বেলী
শাহনাজ বেলী একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘কাজের মানুষ’ ও ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।
দীপক কুমার সুর
দীপক কুমার সুর একজন রূপসজ্জাকার। পাশাপাশি তিনি চলচ্চিত্রে ছোটখাটো চরিত্রে অভিনয় করে থাকেন।