গিয়াস উদ্দিন সেলিম

২০০৯ সালে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’। মুক্তির পর ছবিটি সারা দেশে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। টানা অনেক দিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। মধ্যে লম্বা বিরতির পর গত বছর এপ্রিলে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। প্রথমটির মতো বাণিজ্যিক সাফল্য না পেলেও ছবিটি দর্শকের কাছে সমাদৃত হয়। এরপর তিনি ‘পাপ পুণ্য’, ‘গুণিন’ ও ‘কাজলরেখা’ চলচ্চিত্র নির্মাণ করেছেন। এছাড়া তিনি ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ ও ‘গাঁইয়া’ ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন।

সোমেশ্বর অলি

সোমেশ্বর অলি কবি ও গীতিকার। নেত্রকোনা জেলার দুর্গাপুরের বালিচান্দা গ্রামে তার জন্ম। দৈনিক যুগান্তর পত্রিকায় প্রথম লেখা গল্প বের হয় ২০০২ সালে। ‘কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে’ (২০২৩) তার প্রথম কাব্যগ্রন্থ।

সোমেশ্বর অলি ঢাকায় আসেন কবিতা লেখার জন্য। কবিতা চর্চার পাশাপাশি গানও লিখতে শুরু করেন। ২০১১ সালে প্রকাশিত লুৎফর হাসানের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ এ্যালবামের সব গান তার লেখা। এরপর থেকে নিয়মিত লিখছেন নাটক, ওয়েব ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের গান। পাশাপাশি চিত্রনাট্যও লিখছেন। বিভিন্ন দৈনিক পত্রিকা ও ওয়েব পোর্টালে ১০ বছর চাকরি করার পর সাংবাদিকতায় ইস্তফা দিয়েছেন।

সোমেশ্বর অলির চলচ্চিত্রে প্রথম গান ‘কাগজের নাও’। বেলাল খানের সুরে গানটি গেয়েছিলেন কনা। কিন্তু ‘খুটি’ নামের ওই সিনেমাটি মুক্তি পায়নি। এরপর গান লেখেন মোস্তফার সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’-এ।  হৃদয় খান ও নির্ঝরের গাওয়া গানের নাম ‘আয়নামহল’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ ছবিতে লিখেছেন দুটি গান। এগুলো হলো কনা ও কিশোরের গাওয়া ‘কতো রঙের হাতছানি’ ও শওকল আলী ইমনের সুরে রাজুর কণ্ঠে ‘এ কী মায়া’। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় লিখেছেন কনা-ইমরানের গাওয়া ‘শূন্য থেকে আসে প্রেম’ গানটি। মুক্তির অপেক্ষায় আছে আরও কিছু গান।

গীতিকার হিসেবে সমাদৃত হয়েছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না’, ‘তাই তোমার খেয়াল’, ‌‘বুকের বাঁ পাশে’, ‘রূপকথার জগতে’, ‘আমার আকাশ পুরোটাই’, ‌‌‌’খরচাপাতির গান’, ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’, ‘আসো মামা হে’, ‘ভেজা ভেজা চোখ’ – এমন কিছু শ্রোতাপ্রিয় গান লিখে।

উল্লেখযোগ্য ওয়েব ফিল্ম ও নাটকের মধ্যে রয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ২০’, ‘পুনর্মিলনে’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ঘুরে দাঁড়ানোর গল্প’, ‘পথে হলো দেরি’, ‘বুকিং’ প্রভৃতি।

গান লেখার স্বীকৃতি হিসেবে অলি অর্জন করেছেন ব্লেন্ডার’স চয়েস-ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস (রূপকথার জগতে, নেটওয়ার্কের বাইরে), স্বপ্নধরা বিএফডিসি অ্যাওয়ার্ড (ঈশ্বর, প্রিয়তমা) ও সিজেএফবি অ্যাওয়ার্ড (ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো)।

সোমেশ্বর অলির ফেসবুক প্রোফাইল: সোমেশ্বর অলি

স্বপন আহমেদ

চলচ্চিত্র পরিচালক স্বপন আহমেদ একজন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি৷ লাল টিপ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলাদেশী চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র পরবাসিনী নির্মান করেন।

স্বপন আহমেদ ফ্রান্সে চলচ্চিত্র বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের পর টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেছেন৷ বাংলাদেশী চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌছে দেয়ার স্বপ্ন নিয়ে তিনি তার চলচ্চিত্র নির্মান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

স্বপন আহমেদের স্ত্রী মালিহা। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম শ্যানন।

তারিক আনাম খান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং নাট্যনির্দেশক তারিক আনাম খান। মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্র সব খানেই তাঁর সরব উপস্থিতি। ট্রিমড করা ‘ট্রেড মার্ক’ শ্মশ্রুমণ্ডিত চেহারা তাঁকে দিয়েছে অনেক জনপ্রিয়তা।  Continue reading

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম (Bidya Sinha Mim) একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা। লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৭ প্রতিযোগিতায় মিম প্রথম স্থান অধিকার করে মিডিয়ায় আগমন করেন। প্রতিযোগিতার পরে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বর্তমানে মিম চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি পর্দায় নিয়মিত অভিনয় করছেন, মডেলিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। Continue reading