শেখ জসীম

শেখ জসীম ‘বুলেট’ ছবির সঙ্গীত পরিচালক।

আজগর আলী

আজগর আলী একজন চিত্রগ্রাহক। তিনি চিত্রগ্রাহক আজমল হকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ‘হিংসা‘, ‘শাসন‘, ‘স্ত্রী হত্যা’, ‘মিথ্যা অহংকার‘ ছবির প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তিনি ‘হিংসা প্রতিহিংসা’, ‘প্রেম সংঘাত’, ‘হৃদয় শুধু তোমার জন্য’, ‘টপ ক্রাইম’, ‘বুলেট’, ‘হৃদয় আমার নাম’, ‘কমিশনার’, ‘উতলা মন’ প্রভৃতি ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

তার জন্ম ১৯৬৬ সালের ৩ মে গোপালগঞ্জের মুকসুদপুর থানার খানজাপুর গ্রামে।

শাপলা

শাপলা ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চরম শিক্ষা’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগমন করেন। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘জীবনের গ্যারান্টি নাই’, ‘সদর ঘাটের কুলি’, ‘বাংলার ডন’, ‘ভাইয়া আমার ভাইয়া’ প্রভৃতি।

তার শিক্ষাগত যোগ্যতা আইএ।