ইনাম আহমেদ

পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের প্রথম বাংলা ও সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ইনাম আহমেদ চলচ্চিত্রে আগমন করেন।

ইনাম আহমেদের জন্ম ১ ফেব্রুয়ারি, ১৯২২ তারিখে সিলেটে। তিনি ১৩ সেপ্টেম্বর, ২০০৩ তারিখে মৃত্যুবরণ করেন।

এনামুল হক

এনামুল হক একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি এফডিসির প্রতিষ্ঠাকালীন চলচ্চিত্র সম্পাদকদের একজন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘যে নদী মরু পথে’। এরপর তিনি উর্দু ভাষার ‘প্রীত না জানে রীত’, ‘বাহানা’, ‘সংগম’, ‘নাচঘর’ এবং বাংলা ভাষার ‘জোয়ার এলো’, ‘কাঁচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘মনের মত বউ’, ‘জীবন থেকে নেয়া’, ‘গোলাপী এখন ট্রেনে’ প্রভৃতি চলচ্চিত্রের সম্পাদনা করেছেন।

তার জন্ম ১৯৩৭ সালের ১৫ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসাতে।

সাঈদুর রহমান সাঈদ

সাঈদুর রহমান সাঈদ একজন চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র লেখক। তিনি কাহিনীকার হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন। তার রচিত চলচ্চিত্রগুলো হল ‘ছন্দ হারিয়ে গেল’, ‘মাসুদ রানা’, ‘দি রেইন’, ‘দূর থেকে কাছে’, ‘আদালত’। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আদালত’। এরপর তিনি ‘হাসনাহেনা’, ‘ডার্লিং’, ‘আলোমতি প্রেমকুমার’, ‘মধুমালা মদন কুমার’, ‘মোনাফেক’, ‘নেশা’, ‘এরই নাম দোস্তী’।

সাঈদের জন্ম ১৩৫৫ বঙ্গাব্দের ১১ ফাল্গুন ঢাকার সাভারে। তার ছোট ভাই প্রযোজক হাবিবুর রহমান। সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন।

বাবুল চৌধুরী

বাবুল চৌধুরী একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ‘আগন্তুক’, ‘টাকা আনা পাই’, ‘চাষীর মেয়ে’ ছবি পরিচালনা করেছেন।