টেলিভিশন নাটকের একজন বিখ্যাত অভিনেতা মোজাম্মেল হোসেন। তিনি নব্বইয়ের দশকের ইতিহাস সৃষ্টিকারী ‘কোথাও কেউ নেই’ নাটকে মামা চরিত্রে অভিনয় করেন।
News Category:
শায়লা সাবি
শায়লা সাবি (Shaila Sabi) মিডিয়ায় আসেন চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ রিয়েলিটি শো-র মাধ্যমে। এই প্রতিযোগিতায় তিনি সেরা পাঁচে অবস্থান করেন। পরবর্তীতে তিনি টিভি নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন ইত্যাদিতে অভিনয় করেন।
সেরা নাচিয়ে প্রতিযোগিতায় একজন বিচারক ছিলেন নায়ক ফেরদৌস। তিনি সাবিকে তার সাথে অভিনয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ চলচ্চিত্রের মাধ্যমে সাবি চলচ্চিত্রে পদার্পন করেন।
শতাব্দী ওয়াদুদ
শতাব্দী ওয়াদুদ (Shatabdi Wadud) মূলত একজন মঞ্চ অভিনেতা। মঞ্চ থেকে টেলিভিশন এবং পরে চলচ্চিত্রে আগমন তার।
গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হন। তবে গেরিলা তার প্রথম চলচ্চিত্র নয়, এর আগেও তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন যার একটি মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত-সমালোচিত চলচ্চিত্র মেহেরজান।
শতাব্দী ওয়াদুদ এক সাক্ষাতকারে নায়ক হওয়ার পরিবর্তে চরিত্রাভিনেতা হওয়ার ব্যাপারে তার আগ্রহের কথা প্রকাশ করেন।
দিপালী
চলচ্চিত্র অভিনেত্রী দিপালী মনে করেন তিনি অভিনয় শিখেই চলচ্চিত্রে এসেছেন। এ কথা বলার পেছনে অবশ্য যুক্তিও রয়েছে। চলচ্চিত্রে আগমনের পূর্বে ছোট পর্দায় অভিনয় করেছেন। তারও আগে অভিনয় করেছেন মঞ্চে। Continue reading