বাবু একজন রূপসজ্জাকার।
News Category:
এমদাদ হক
এমদাদ হক একজন অঙ্গসজ্জাকর। তিনি ‘ব্যাচেলর’, ‘আহা!’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছবিতে কাজ করেছেন।
সুমনা বর্ধন
সুমনা বর্ধন একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘আমার আছে জল’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন।
জুয়েল রানা
হুমায়ূন আহমেদের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে আসেন জুয়েল রানা (Jewel Rana)। তার উল্লেখযোগ্য কাজ হল ‘নয় নম্বর বিপদ সংকেত’, আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’ ও ‘কৃষ্ণপক্ষ’।