News Category:
হাসান কামরুল
হাসান কামরুল ‘এক্সকিউজ মি’ ছবির পরিচালক।
নুরুজ্জামান তুষার
নুরুজ্জামান তুষার ‘শুধু তুমি’ ছবির গীতিকার।
ঝংকার খন্দকার
ঝংকার খন্দকার একজন সঙ্গীতজ্ঞ। তিনি ‘হরিজন’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘ভাগ্য’ প্রভৃতি ছবির সঙ্গীতায়োজন করেছেন।
আঁখি আলমগীর
আঁখি আলমগীর বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তিনি অসংখ্য ছবিতে প্লে-ব্যাক করেন। ‘ভাত দে’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ‘মায়ানগর’ নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করলেও ছবিটি মুক্তির আলো দেখে নি। এছাড়া তিনি চাঁদ ফুল আমাবস্যা নামে একটি ধারাবাহিক নাটকেও সঙ্গীত শিল্পী চরিত্রে অভিনয় করেন।
তিনি ‘একটি সিনেমার গল্প’ ছবিতে “গল্প কথার কল্প লোকে” গানের জন্য সেরা গায়িকা হিসেবে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
চিত্রনায়ক আলমগীর তার পিতা এবং খোশনূর আলমগীর তার মাতা।
মেহেদী
বাংলাদেশের চলচ্চিত্রে এক নামেই সবাই চেনে, তিনি মেহেদী। তবে এই নামে তিনি বিখ্যাত নন, কুখ্যাত। চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য পুরুষদের তালিকা করা হলে যার নাম থাকে সকলের শীর্ষে তিনিই মেহেদী। Continue reading
মির্জা সাখাওয়াত হোসেন
মির্জা সাখাওয়াত হোসেন একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি ‘হরিজন’ ও ‘একজন মহান পিতা’ ছবি নির্মাণ করেছেন।
আমিরুল হক চৌধুরী
আমিরুল হক চৌধুরী একজন দর্শকপ্রিয় অভিনেতা এবং পরিচালক। মূলত মঞ্চ এবং টেলিভিশন পর্দায় অভিনয় করলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কিছু টেলিছবি নির্মান করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে তিনি তার প্রথম টেলিফিল্ম নির্মান করেন। পরবর্তীতে তিনি একজন গণি মিয়া নামের টেলিফিল্মও নির্মান করেন। দুটো টেলিফিল্মেরই চিত্রনাট্য রচনা করেছেন আমিরুল হক চৌধুরী স্বয়ং। তিনি অল্প কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন।
মানিক মানবিক
মানিক মানবিক (Manik Manobik) একজন নাট্যকার এবং নির্মাতা। শোভনের স্বাধীনতা তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।
১৯৯৫ সাল থেকে নাটক করছেন মানিক। তার আগে তিনি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি প্রয়াত পরিচালক শিবলী সাদিকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। অভিনয়ও করেছেন কিছু ছবিতে। সেগুলো তেমন উল্লেখযোগ্য কিছু নয়। লেখালেখি থেকে পরিচালনায় আসার পর থেকেই ছবি বানানোর চেষ্টা করতে থাকেন। অনুদানের জন্য চেষ্টা করেছেন অনেকবার। শোভনের স্বাধীনতা’র অনুদানপ্রাপ্তি তাকে চলচ্চিত্র নির্মাতা হওয়ার সুযোগ করে দেয়।