বাংলা চলচ্চিত্রে গ্রামীন চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মিয়াভাই নামে পরিচিত অভিনেতার নাম ফারুক (Faruk)। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন ফারুক। উল্লেখ্য, অভিনেতা এটিএম শামসুজ্জামান এই ছবির মাধ্যমে প্রথমবারের মত চিত্রনাট্য লিখেন। Continue reading
News Category:
সাইদুর রহমান মানিক
প্রযোজক পরিচালক সাইদুর রহমান মানিক ১৯৮৪ সালে পরান পাখি চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজনা ও পরিচালনা শুরু করেন। তিনি পেশায় একজন আইনজীবি এবং বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য। তার প্রযোজনা সংস্থার নাম বিশাল কর্পোরেশন।
এম আর মামুন
এম আর মামুন ‘মানিক রতন দুই ভাই’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
এস ডি বাবুল
এস ডি বাবুল একজন চিত্রগ্রাহক।
আব্দুল হক
আব্দুল হক একজন রূপসজ্জাকার। তিনি ‘মানিক রতন দুই ভাই’ ছবিতে কাজ করেছেন।
এম এ সালাম
এম এ সালাম ‘ভালোবাসা আজকাল’ ছবির সম্পাদনা করেন।
আলী আকবর রুপু
আলী আকবর রুপু একজন সঙ্গীত পরিচালক। তিনি ‘বাদশা ভাই এল এল বি’, ‘দরিয়া পাড়ের দৌলতী’, ‘লাল টিপ’, ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।