আলাউদ্দিন

আলাউদ্দিন একজন অঙ্গসজ্জাকার। তিনি ‘তবুও ভালবাসি’, ‘তোমার আছি তোমারই থাকব’, ‘স্বপ্নছোঁয়া’, ও ‘তুই শুধু আমার’ চলচ্চিত্রের অঙ্গসজ্জার দায়িত্ব পালন করেছেন।

শফি বিক্রমপুরী

শফি বিক্রমপুরী একজন স্বনামধন্য পরিচালক, প্রযোজকক এবং রাজনীতিবিদ। ৭০-৮০ দশকের সময়ে শফি নামে দুইজন পরিচালকের বাংলা সিনেমার জগতে আর্বিরভাব ঘটে। রাজদুলালী এবং দি রেইন এই সিনেমার দুইটি পরিচালক ছিলেন এই শফিদ্বয়। এই ছবি দুইটি সেই সময়ে সিনেমার জগতে খুবই আলোচিত হয়। কিন্তু কোন ছবির পরিচালক কোন শফি তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। দর্শকদের এই বিভ্রান্তি দূর করতে বিক্রমপুরে জন্ম নেওয়া শফি সাহেব নিজেকে শফি বিক্রমপুরী হিসেবে পরিচয় করিয়ে দেন। Continue reading

শাহনাজ রহমতুল্লাহ

বাংলা দেশাত্ববোধক গানের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তার গাওয়া উল্লেখযোগ্য দেশাত্ববোধক গানগুলো হলো: এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শাহনাজ রহমতুল্লাহর জন্ম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায়। তার পিতা এম ফজলুল হক ও মাতা আসিয়া হক। প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ ও জনপ্রিয় চিত্রনায়ক জাফর ইকবাল তার ভাই। ১৯৭৩ সালে তিনি আবুল বাশার রহমতুল্লাহকে বিয়ে করেন। তাদের এক মেয়ে নাহিদ রহমতউল্লাহ এবং এক ছেলে একেএম সায়েফ রহমতউল্লাহ।

সুস্ময় সুমন

সুস্ময় সুমন ‘খোঁজ – দ্য সার্চ’ ও ‘চল পালাই’ ছবির লেখক।

শিরিন বকুল

পঁচিশ বছরের বেশি সময় ধরে অভিনয়ের সাথে যুক্ত থেকে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের দর্শকদের তৃপ্ত করেছেন যিনি তার নাম শিরিন বকুল। শুরু থেকে এখন পর্যন্ত মঞ্চে নিয়মিত কাজ করলেও পাশাপাশি টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন এবং চলচ্চিত্রের সাথেও যুক্ত হয়েছেন। এছাড়া আবৃত্তির সাথেও জড়িত শিরিন বকুল।

অভিনয়ে শিরিন বকুলের হাতেখড়ি হয় ১৯৮৬ সালে ‘থিয়েটার’ নাট্যদলের (তোপখানা) হয়ে তারিক আনাম খানের নির্দেশনায় ‘পালাবদল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এরপর একই দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘যুদ্ধ এবং যুদ্ধ’, ‘তোমরাই’, ‘বিষ রক্ষার ছুরি’সহ আরো বেশকিছু নাটকে। এই দলের হয়ে মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন টানা দশ বছর। এরপর তিনি ‘আরন্যক’ এবং পরে ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র সাথে নিজেকে যুক্ত করেন।

টিভি নাটকে অভিনয়ের শুরুতেই শিরিন বকুল আলোচনায় চলে আসেন টানা বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে শেখ রিয়াজ উদ্দিন বাদশা প্রযোজিত ‘আনোয়ারা’ (শিরিন বকুল অভিনীত প্রথম টিভি নাটক), গ্রন্থিকগণ কহে’ আব্দুল্লাহ আল মামুনের ‘সংশপ্তক, আলাউদ্দিন আহমেদের ‘বারো রকমের মানুষেরা’ ইত্যাদি।

চলচ্চিত্রে শিরিন বকুলের অভিষেক হয় জয়নাল আবেদীনের নির্দেশনায় ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে অভিনয় করে। এরপর তিনি চাষী নজরুল ইসলামের ‘রঙ্গিন দেবদাস’, দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি আবৃত্তিও করছেন শিরিন বকুল। ‘কন্ঠশীলন’-এ আবৃত্তির প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি গড়ে তুলেছিলেন ‘স্বঋত’ নামের একটি আবৃত্তি সংগঠন। ‘তোমাকে ভুলতে ভুলে যাই’ শিরোনামে একটি দ্বৈত আবৃত্তির অ্যালবামও প্রকাশিত হয়েছে তাঁর।

২৮ জুলাই জন্ম নেয়া শিরিন বকুলের স্বামী প্রখ্যাত প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক আহমাদ মাজহার (চ্যানেল আইয়ের কর্মরত)। তার একমাত্র সন্তান সুদীপ্ত প্রিয়দর্শন।

সূত্র:
১. ইনকিলাব
২. সাতদিন

এ এ মামুন

এ এ মামুন প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।