মোস্তাফিজুর রহমান মানিক একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘জান্নাত’, ‘আশীর্বাদ’ , ‘যাও পাখি বলো তারে’। নির্মাণাধীন রয়েছে ‘আনন্দ অশ্রু’ নামে একটি ছবি।
News Category:
শাহনূর
জিদ্দি সন্তান ছবির মাধ্যমে ২০০০ সালে চলচ্চিত্রে আগমন ঘটে শাহনূরের। এর আগে ১৯৯৫ সালে তিনি টেলিভিশন ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন।
কারিশমা
কারিশমা শেখ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সবাইতো সুখী হতে চায়’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আগমন করেন। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘রাঙ্গা বাইদানী’, ‘ভাল হতে চাই’, ‘নতুন সাত ভাই চম্পা’ প্রভৃতি। তিনি কারিশমা কথাচিত্রের ব্যানারে ‘রাঙ্গা বাইদানী’ ছবিটি প্রযোজনাও করেন।
জাহাঙ্গীর সিকদার
জাহাঙ্গীর সিকদার একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘নতুন সাত ভাই চম্পা’ ও ‘সোনার চর’ ছবি প্রযোজনা করেছেন।